নিহত হাফিজুল ইসলাম

মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুল ইসলাম (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। তিনি গোপালপুর মেলকাই হাফিজি নূরানি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম দুপুরে বাড়ির পাশে তার জমিতে বৈদ্যুতিক মটর দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাশিক্ষক মারা গেছেন। বিষয়টি আমারা জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

নাজমুল মোড়ল/আরএআর