কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে

সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৬) তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী। 

অভিযোগ পেয়ে রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অপর দুইজন

আটকরা হলেন- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু, আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরী আশুলিয়ার একটি কার্টন তৈরির কারখানায় কাজ করে। গত বুধবার রাতে বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই সহকর্মীর সাথে তার দেখা হয়। তাদের সাথে কথা বলার সময় অভিযুক্তরা ওই সহকর্মীদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে ওই কিশোরীকে তুলে নিয়ে স্থানীয় সাইফুল ইসলাম বাবু নামে এক ব্যক্তির বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। অভিযুক্তরা বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিসহ বিভিন্ন হুমকি দিলে কিশোরী চুপচাপ থাকে। কিন্তু গত শনিবার বিষয়টি জানাজানি হলে আশুলিয়া থানায় অভিযোগ দেয় ওই কিশোরী। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান,  স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। 

মাহিদুল মাহিদ/আরএআর