আগুনে পুড়ে প্রাণ গেল নবদম্পতির
মঠবাড়িয়ায় বসতঘরের আগুনে স্বামী-স্ত্রী দুইজন নিহত হয়েছেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরের পুড়ে নবদম্পতি নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মঠবাড়িয়া উপজেলার নলবুনিয়া গ্রামের বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও তার স্ত্রী মনি বেগম (১৮)। তিন মাস আগে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
বিজ্ঞাপন
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন বলেন, রোববার ভোর ৫টার দিকে ওই বসতঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়েছিলেন সাইফুল ও মনি। আগুন লাগার পরে ঘর থেকে বের হতে না পেরে সেখানেই পুড়ে মারা যান তারা।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, আগুনে পুড়ে যাওয়া দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
আবীর হাসান/এসপি