শিবগঞ্জে আঙুলের ছাপ নিয়ে ভোটারদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ওজিউল ইসলাম ওজিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে সাধারণ ভোটারদের আঙুলের ছাপ নিয়ে ভোটকক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী ওজিউল ইসলাম ওজিল। রোববার (১৪ ফেব্রুয়ারি) শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ অভিযোগ করেন। 

বিএনপি প্রার্থী ওজিউল ইসলাম ওজিল বলেন, কয়েকটি কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে সাধারণ ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার পর তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই ভোট দিয়েছেন। অনেকের ইভিএমে অভিজ্ঞতা না থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সুযোগ নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। 

তিনি আরও বলেন, নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের বড় ভাই ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের উপপুলিশ কমিশনার (মতিঝিল জোন) সৈয়দ নুরুল ইসলাম ভোটে প্রভাব খাটিয়ে ফায়দা নিচ্ছেন। মামলা দিয়ে হয়রানিসহ বিএনপির নেতাকর্মীকে আতঙ্কে রেখেছেন। 

সকল অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। 

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় ও তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩১টি পৌরসভায় নির্বাচন হবে। 

তিন ধাপে আওয়ামী লীগের ৬৯ জন, বিএনপির ৯ জন ও স্বতন্ত্র ২৫ জন প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে তৃতীয় ধাপে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন।

দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির চারজন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও আটজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।

প্রথম ধাপে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুইজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন। 

জাহাঙ্গীর আলম/এসপি