নাতির কোলে চড়ে ভোটকেন্দ্র শতবর্ষী বৃদ্ধা
লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও নেই ভোটারদের কোনো অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে নাতির কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন শতবর্ষী দাদি। উৎসবমুখর পরিবেশে চলছে এখানকার ভোটগ্রহণ। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।
ভোটাররা বলেছেন, দীর্ঘদিন এমন উৎসবের ভোট চোখে পড়ে না। লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও নেই কোনো অভিযোগ।
বিজ্ঞাপন
রোববার (১৩ ফেব্রুয়ারি) ত্রিশাল সরকারি কলেজ কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। ভোটকেন্দ্রে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোট প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার শোয়েব আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টা থেকেই এ কেন্দ্রে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় পুলিশ, বিজিবি সার্বক্ষণিক নিয়োজিত আছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ৭নং ওয়ার্ডের ত্রিশাল সরকারি কলেজ কেন্দ্রে মোট ভোট রয়েছে ২ হাজার ৪৬৫টি। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৭৫টি এবং নারী ভোটার এক হাজার ২৮৯টি। বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রটিতে মোট এক হাজার ভোট পড়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে এ নির্বাচনে ত্রিশাল পৌরসভা থেকে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে বর্তমান মেয়র স্বতন্ত্র এ.বি.এম আনিছুজ্জামান আনিছ (জগ), আওয়ামী লীগ প্রার্থী নবী নেওয়াজ সরকার (নৌকা), বিএনপি প্রার্থী রুবায়েত হোসেন শামীম (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল হাসান হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টিআই/এমএইচএস