পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সে রোগী বহনকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সমিতির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৭ বেসরকারি অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিএনজি চালক কর্তৃক শ্রমিক ইউনিয়নের নেতাকে মারধরের প্রতিবাদে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ৯ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।
বিজ্ঞাপন
এদিকে হঠাৎ শ্রমিকদের ডাকা এ অবরোধে আজ ভোর থেকে শত শত বাস ও পণ্যবাহী ট্রাক পণ্য নিয়ে মহাসড়কে কয়েকঘণ্টা ধরে আটকে থাকে। এতে বিপাকে পড়ে জনসাধারণ, যাত্রী ও পণ্যবাহী ট্রাক।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছলে ৯ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। অবশেষে বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আটক অ্যাম্বুলেন্স চালকদের আদালতের মাধ্যমে জামিনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবৈধ যান চলাচলের ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। শ্রমিকরা আইন মেনে যানবাহন চালাবেন এবং অবৈধ যানবাহনের ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে। শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ইমরান আলী সোহাগ/আরআই