বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১৯ লাখ ৫০ হাজার পিস রেণুসহ ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। 

তিনি বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দ রেণু কির্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী জানান, শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে নগরীর আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পটুয়াখালীর কালাইয়া থেকে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিল। 

ট্রাকে আরোহনকারী রেণু পাচারচক্রের সঙ্গে জড়িত ২৭ জনকেও আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই