অসহায় শিশু আরিয়ান ও তার মা আমেনা আক্তারের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। শুক্রবার (২২ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আরিয়ানের বাড়িতে যান। 

তারা আরিয়ান ও তার মাকে নতুন পোশাক, জুতা, চাল, ডাল, তেল, লবণ, মশলা, ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদান করেন। আরিয়ানের মাকে নগদ অর্থও প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন।

পাঁচ বছরের শিশু আরিয়ান তার মা আমেনা আক্তারের সঙ্গে থাকেন বাগেরহাট সদর উপজেলার ভাটশালা গ্রামে। আরিয়ান গর্ভে থাকার সময় মা আমেনা আক্তারকে ফেলে চলে যান বাবা খলিলুর রহমান। বছর পাঁচেক আগে ছেলেকে নিয়ে ফিরে আসেন বাবার বাড়ি ভাটশালায়। বাবার ঘরে সৎ মা থাকায় নানা লাঞ্চনা-বঞ্চনা সহ্য করতে হয় আরিয়ানের মাকে। মানুষের বাড়ি কাজ করে এবং চেয়ে চিন্তে ছেলেকে নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটতে থাকে মা আমেনা ও ছেলে আরিয়ানের। তাদের অসহায়ত্ব নিয়ে গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল)  গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে। তাদের সহযোগিতায় এগিয়ে আসেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। 

আরিয়ানের মা আমেনা আক্তার বলেন, নিজের জন্য আমি কিছুই চাই না। আমি চাই আমার ছেলেটা লেখাপড়া শিখুক ও তিনবেলা খেয়ে পড়ে বাঁচুক। ওর জন্য একটি স্থায়ী ঘর চাই, যেখান থেকে কেউ নেমে যেতে বলবে না।

বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা আরিয়ানের নামে একটি ব্যাংক হিসেব খুলে দিব। আরিয়ানকে কেউ যদি সহযোগিতা করতে চায় ওই হিসাবের মাধ্যমে করবে। এছাড়াও আরিয়ানের লেখাপড়া ও মায়ের কর্মসংস্থানের জন্য আমরা বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছি। আরিয়ান ও আরিয়ানের মা যেটা ভালো মনে করবে আমরা সেভাবে তাকে সহযোগিতা করব।

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেষে আমরা আরিয়ানের পরিবারকে প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। তাকে একটি সরকারি ঘর প্রদানেরও পরিকল্পনা রয়েছে আমাদের। পর্যায়ক্রমে আরিয়ান ও তার মা যাতে সচ্ছলভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

তানজীম আহমেদ/আরএআর