১০ টাকায় ইফতার পেয়ে খুশি ৮০ পথচারী
লক্ষ্মীপুরে ৮০ জন পথচারী ও নিম্ন আয়ের মানুষের কাছে ১০ টাকা মূল্যে ইফতারি বিক্রি করা হয়েছে। এতে ছিল ৮ প্রকারের খাবার। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সামাজিক সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশন ও মেঘ ফাউন্ডেশন এ আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মার্কেটিং অফিসার মনির হোসেন।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি শান্তনু দাস, সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজু, অগ্রযাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা ওমর ফারুক, মনির হোসেন, সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদ।
আয়োজকরা জানায়, প্রথম রমজান থেকে বিনামূল্যে পথচারী ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছে। উদ্যোগটি চলমান রয়েছে৷ পাশাপাশি ২০ রমজান থেকে ১০ টাকার ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে খেজুর, বুট, মুড়ি, আলুর চপ, কলা, বুরিন্দা, পেয়াজু, লাচ্ছি ও জিলাপি দেওয়া হয়।
বিজ্ঞাপন
রিকশাচালক মন্নান হোসেন, আলাউদ্দিন ও দেলোয়ার হোসেন জানায়, মাঝে মাঝে বিনামূল্যে অনেকেই তাদের ইফতার দিয়ে থাকেন। কিন্তু হাত পেতে ইফতারগুলো নিতে লজ্জা লাগে। এখন ১০ টাকা দিয়ে ইফতার কিনে নিয়েছি। এতে লজ্জা নেই।
অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নুর হোসেন ফাহাদ বলেন, দোকানে খাবারগুলো অনেক দামে কিনিতে হয়৷ পথচারীরা তাৎক্ষণিক বাসায় যেতে পারে না। এতে আমাদের ১০ টাকার ইফতার কার্যক্রম চালু করা হয়েছে। রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষগুলো এ সুবিধা পাচ্ছে৷
হাসান মাহমুদ শাকিল/আইএসএইচ