রাজশাহী ওয়াসার প্রধান সরবরাহ লাইন ফুটো হয়ে গেছে। রোববার (২৪ এপ্রিল) দিবাগত রাতে নগরীর তেরোখাদিয়া জিন্নানগর এলাকায় সেনানিবাস সড়ক সম্প্রসারণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।

সোমবার (২৫ এপ্রিল) দিনভর ফুটো পাইপ দিয়ে পানি বেরিয়েছে। ফলে আশপাশের এলাকার মানুষ পানি সংকটে ভুগেছেন। সন্ধ্যার পর ফুটো মেরামত কাজ শুরু করেন ওয়াসার কর্মীরা।

স্থানীয়রা বলছেন, রোববার দিবাগত রাত ১২টার দিকে খননযন্ত্র দিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছিল। এ সময় ওয়াসার লাইনের বড় পাইপটি ফুটো হয়ে যায়। পরে যখন ওয়াসার পাইপ লাইনে পানি আসে তখন এলাকার অনেকেই লাইনের পানি পাননি। কিছু লাইনে পানির গতি একদম ছিল না। উল্টো প্রচুর পানি অপচয় হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষের কাছে দফায় দফায় অভিযোগ দিয়েও দিনভর প্রতিকার মেলেনি।

সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ওয়াসার ৩ জন মিস্ত্রি ফুটো মেরামতের কাজ করছেন। তখনও পাইপের ফুটো দিয়ে প্রবল বেগে পানি বের হচ্ছিল। সেই পানি সরাতে বৈদ্যুতিক মোটর বসিয়েছেন কর্মীরা। দিনভর প্রবল বেগে পানি বেরিয়েছে পাইপ দিয়ে। সেই পানি রাস্তা ছাপিয়ে আশপাশের ড্রেনে পড়েছে।

মেরামতে কাজ করা তিন মিস্ত্রির একজন আল আমিন কাজল। তিনি জানান, দুই ফুটের মতো পাইপ ফুটো হয়ে গেছে। সারাদিন পানি সরবরাহ বেশি থাকায় আমরা কাজ করতে পারেনি। সন্ধ্যার পর পানির প্রবাহ কমে আসায় কাজ শুরু করেছি। ঘণ্টা দুয়েকের মধ্যেই কাজ শেষ হবে।

জানতে চাইলে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (জোন-১) রেজাউল হুদা জানান, সন্ধ্যার পর থেকে আমাদের কর্মীরা মেরামত কাজ শুরু করেছেন। মধ্যরাতের আগেই মেরামত কাজ শেষ হবে আশা করা যায়।

তিনি বলেন, রাস্তা খনন করতে গিয়ে খননযন্ত্রে ওয়াসার সরবরাহ ফেটে যায়। ওই সরবরাহ লাইনটি ওয়াসার প্রধান লাইন। ফুটো দিয়ে পানি বেরিয়ে যাওয়ায় আশপাশের এলাকায় সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। লাইন মেরামত শেষে এ সংকট থাকবে না।

এ বিষয়ে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপক (অতিরিক্ত সচিব) জাকীর হোসেন বলেন, আমি বিষয়টি জানি না। আমাদের প্রকৌশলী জানতে পারেন। আমি খোঁজখবর নিচ্ছি। 
তিনি আরও বলেন, কোথাও পানির পাইপ ফেটে গেলে লাইন বন্ধ করে ঠিক করতে হয়।

ফেরদৌস সিদ্দিকী/এসএসএইচ