জীবনের শেষ দিন পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন ছেলে ফিরবে বলে। তবে শহীদ ছেলের জন্য মায়ের অপেক্ষা শেষ হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে পিরোজপুরে নিজ বাসভাবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন কুলসুম বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

কুলসুম বেগম পিরোজপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের মা।

কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায় মা জীবনের শেষ দিনটি পর্যন্ত দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন। আজ সেই অপেক্ষা শেষ হয়েছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তার জানাজা ও দাফনের বিষয়টি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।

আবীর হাসান/এসপি