মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে ফুলবাড়ি চা-বাগানে বন্য শূকরের আক্রমণে এক চা-শ্রমিকের মৃত্যু হয়। এ সময় একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে দিকে ফুলবাড়ি চা-বাগানে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম চন্দন বাউড়ি (৪৫) এবং আহত শ্রমিকের নাম লাছনা মান্দ্রাজি (৪০)।

চা-বাগানের বাসিন্দা চঞ্চল গয়ালা জানান, প্রতিদিনের মতো আজ বাগানে কাজে যাচ্ছিলেন হতাহত দুই শ্রমিক। এমন সময় পার্শ্ববর্তী লাউয়াছড়া থেকে একটু শূকর চলে আসে বাগানের পথে। রাস্তার দুই পাশ তার দিয়ে বেড়া দেওয়ার কারণে শূকর দুজনকে দেখেও অন্য দিকে যেতে পারেনি। প্রথমে লাছনা মান্দ্রাজিকে আক্রমণ করে আহত করে, পরে চন্দনা বাউড়িকে গুরুতর আহত করে।

এতে তার হাত-পায়ের রগ ছিঁড়ে যায়। পরে অন্য শ্রমিকদের সহযোগিতায় স্থানীয় হাসপাতাল হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘটনাটি এখন শুনলাম। বিস্তারিত খোঁজ নিচ্ছি।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বিষয়টি খুবই দুঃখজনক। মারা যাওয়া ব্যক্তির পরিবার এই ক্ষতি পোষাতে পারবে না জানি। তবে এ রকম ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার একটি বিধান আছে। আমরা এই পরিবারের পাশে থাকব। এ ছাড়া যে আহত হয়েছে, তার পাশেও থাকব।

ওমর ফারুক নাঈম/এনএ