পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া পর্যটন কেন্দ্র ঘুরলেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সফরসঙ্গীদের নিয়ে তিনি সুন্দরবন পরিদর্শন করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এমএ হাসান বলেন, ইউএনডিপি ও ব্র্যাকের উদ্যোগে ডেনমার্কের রাজকুমারী উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর এলাকা পরিদর্শনে আসেন। জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা ও বর্তমান অবস্থা তিনি দেখেন। আগামীতে বেসরকারি অর্থায়নে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার কার্যক্রম শুরু হবে। মূলত এটির জন্য রাজকুমারীর সুন্দরবন উপকূলীয় এ অঞ্চল পরিদর্শন। 

তিনি বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকা পরিদর্শনে আসার প্রেক্ষিতে সুন্দরবনও ঘুরে গেলেন। কলাগাছিয়া পর্যটন কেন্দ্রটি তিনি পরিদর্শন করেন। বন বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এছাড়া তার আগমনকে ঘিরে ২৬ ও ২৭ এপ্রিল দুইদিন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সুন্দরবন পরিদর্শনকালে তিনি আমাদের সঙ্গে বিশেষ কোনো কথা বলেননি। 

এর আগে সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারযোগে অবতরণ করেন রাজকুমারী। সেখান থেকে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এসব বিষয়ে খোঁজখবর নেন। এরপর নিকটবর্তী বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান ও পায়ে হেঁটে উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শন করেন। সুন্দরবন ঘুরে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। 

এই আগমন উপলক্ষে সাতক্ষীরার প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে নিরাপত্তার চাদরে ছেয়ে ফেলা হয় গোটা সাতক্ষীরা। 

আকরামুল ইসলাম/এমএএস