সেই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
ঘাগড়া সীমান্ত ফাঁড়ি
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত থেকে ওমর ফারুক (২৪) নামে এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২১ বিএসএফের কমান্ডার জিএফ টমা নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হকের কাছে তাকে হস্তান্তর করেন।
এরপর নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়ের কাছে পুলিশ সদস্য ওমর ফারুককে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
এ সময় ঘাঘড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রুহল আমিন, পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত কনস্টেবল ওমর ফারুক ও মোশারফসহ তিন পুলিশ সদস্য হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৩ এর ৭ ও সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন। পরে ওই এলাকায় ভারতীয় নাগরিকদের সঙ্গে তাদের তর্ক হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে ভারতীয়রা মারধর করে আটকে রাখেন এবং পরে তাকে বিএসএফের হাতে তুলে দেন।
বিজ্ঞাপন
এ সময় মোশাররফ হোসেনসহ দুই পুলিশ সদস্য পালিয়ে বাংলাদেশে চলে আসেন। মোশাররফ নামে ওই পুলিশ সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।
তবে তিন পুলিশ কেন ওই সীমান্ত এলাকায় গিয়েছিলেন বা কী কারণে বিএসএফ তাদের ধরে নিয়ে গেল সে বিষয়ে বিজিবি ও পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
রনি মিয়াজী/আরএআর