মায়ের ইনজেকশন পুশ করা হলো নবজাতকের শরীরে
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে এক নবজাতকের শরীরে তার মায়ের জন্য দেওয়া ইনজেকশন পুশ করার অভিযোগ উঠেছে। এতে অসুস্থ হয়ে পড়া ওই নবজাতককে অন্য একটি ক্লিনিকে নিয়ে ইনকিউবেটরে রাখা হয়েছে।
এ ঘটনায় রোববার (৮ মে) বিকেলে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নবজাতকের স্বজনরা।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামের বাসিন্দা সুজন আকবরের স্ত্রী সাদিয়া আক্তার গত ৬ মে রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। চিকিৎসক প্রসূতির জন্য প্রেসক্রিপশনে বিভিন্ন ওষুধের পাশাপাশি একটি ইনজেকশন লেখেন। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ক্লিনিকের সেবিকা আশা ইনজেকশনটি প্রসূতির বদলে নবজাতকের শরীরে পুশ করেন। এতে অসুস্থ হয়ে পড়ে নবজাতকটি।
বিজ্ঞাপন
নবজাতকের বাবা সুজন আকবর জানান, ঘটনার পর ওই ক্লিনিকের লোকজন নবজাতককে চিকিৎসা না দিয়ে উল্টো পালিয়ে যান। পরে নবজাতককে অন্য একটি ক্লিনিকে নিয়ে ইনকিউবেটরে রাখা হয়। তিনি এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।
আদি ডাচ-বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সোহেল মিয়া অভিযোগ স্বীকার করে জানান, ওই নবজাতক এখন ভালো আছে। তার চিকিৎসায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর