মেহেরপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে সুমন আলী (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মে) রাত ১০টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

সুমন একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। 

নিহতের চাচাতো ভাই রোকনুজ্জামান বলেন, রোববার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো ইজিবাইকটি চার্জ দিতে যায় সুমন। এ সময় অসাবধনতাবশত ইজিবাইকটি বিদ্যুতায়িত হয়। এতে সুমন মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মখলেছুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আকতারুজ্জামান/এসপি