স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে যুদ্ধবিগ্রহের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ফরেন কারেন্সিরও (বিদেশি মুদ্রা) অভাব দেখা দিচ্ছে। আমরা পঞ্চম স্বাস্থ্যখাতের জন্য বিশ্ব ব্যাংকের কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চেয়েছি, যা বাংলাদেশি টাকায় ৯ হাজার কোটি টাকা। বিশ্ব ব্যাংক স্বাস্থ্যখাতের জন্য এই সহযোগিতা আমাদের করবে বলে জানিয়েছে।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন (সিআরডিপি-২) প্রকল্পের অধীনে মানিকগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত খাল পুনরায় খনন ও সৌন্দর্যবর্ধণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিশ্ব ব্যাংকের কাছে আমাদের সরকারি ৩৫০ মিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আটকে ছিল। আমরা বিশ্ব ব্যাংককে বললাম আমাদের এই টাকা আপনারা ছেড়ে দেন। আমরা তো ভালো কাজ করেছি। আমার অনুরোধের প্রেক্ষিতে পরের দিনই বিশ্ব ব্যাংক সেই আটকে থাকা টাকা বাংলাদেশ সরকারের কাছে ছেড়ে দিয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। কোভিড নিয়ে অনেক সমালোচনা ছিল। কোভিড নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশ ৫ম স্থানে এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। বিশ্ব ব্যাংক আমাদের কাছে পরামর্শ চেয়েছে- কীভাবে আমার এতো সুন্দরভাবে কোভিড নিয়ন্ত্রণ করেছি এবং এক দিনে সোয়া কোটি টিকা দিয়েছি। বিশ্ব ব্যাংক বলেছে, আপনারা আমাদেরকে লিখিত আকারে এটি দেন, আমরা যাতে অন্য দেশগুলোর সঙ্গে শেয়ার করতে পারি। তারা এটাও বলেছে, আমেরিকা বাংলাদেশের চেয়ে অনেক দিক দিয়ে এগিয়ে। তবে কোভিড নিয়ন্ত্রণে এবং টিকা কার্যক্রমে বাংলাদেশ আমেরিকার থেকে অনেক এগিয়ে। এটি আমাদের কাছে গর্বের বিষয়।

এ সময় মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌরসভার সকল কাউন্সিলরসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহেল হোসেন/আরএআর