ওসমানী বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের পাত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আলী আহমদ (৩৭) নামের ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মে) সকাল ৭টায় দুবাই থেকে আসা ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আলী আহমদকে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আটক আলী আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উজান মেহেরপুর দরগারবাজার এলাকার বাসিন্দা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন বলেন, আটক যাত্রী আলী আহমদ দুবাই থেকে একটি ফ্লাইটে সিলেট আসেন। এ সময় সন্দেহ হলে যাত্রীর শরীর ও ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিকালে কার্টনে নেবুলাইজার মেশিন থেকে ১১ পিস স্বর্ণের পাত জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।
বিজ্ঞাপন
তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে জব্দকৃত স্বর্ণসহ মামলা দিয়ে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাসুদ আহমদ রনি/আরএআর