সাতক্ষীরায় ট্রলারডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান মেলেনি
আশাশুনি উপজেলায় ট্রলার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান এখনো মেলেনি
ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে যাওয়া কপোতাক্ষ নদের বাঁধ সংস্কারের কাজ করতে গিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ট্রলার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান এখনো মেলেনি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত উদ্ধার তৎপরতা চলেছে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিখোঁজ শ্রমিকরা হলেন শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মনজিল হোসেনের ছেলে বাবর আলী, মৃত ফজলে সানার ছেলে শফিকুল সানা ও পুইজালা গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে আজিজ মোড়ল।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ১০-১২ জন শ্রমিক আম্পানে ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে কাজ করছিলেন। তখন নদীতে ভাটা ছিল। এক পাশ থেকে অন্য পাশে ট্রলারযোগে যাওয়ার সময় নদীতে ভাটার টানে ট্রলারটি ডুবে যায়। তখন বাকিরা উদ্ধার হলেও তিন শ্রমিক নিখোঁজ হন। সেই থেকেই উদ্ধার অভিযান চলছে। তবে এখনো তাদের সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হওয়ায় কোস্টগার্ডের লোকজন উদ্ধার অভিযান চালায়। এরপরও তাদের খুঁজে পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বুধবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ প্রশাসনের কর্মকর্তারা।
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, বাঁধের কাজ করার সময় ঠিকাদার নিযুক্ত তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ঘটনাটি খুবই বেদনাদায়ক, মর্মান্তিক। তিনটি জীবন চলে গেল। ট্রলারডুবির ঘটনার কারণ অনুসন্ধানে এডিএমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কেন ঘটল এমন ঘটনা, তারা সেটির কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন।
ডিসি বলেন, নিখোঁজ তিন পরিবারের সদস্যদের মাঝে সরকারের খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তাছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকে, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকরামুল ইসলাম/এএম