রামেক হাসপাতাল থেকে দালাল সন্দেহে ১৭ জন গ্রেপ্তার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে দালাল সন্দেহে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— হাসিবুল ইসলাম (২৩), বাদল (৩৮), সুর্য (৫৫), প্রসাদ দাস (২২), জুলমত (৪৩), আবদুল জলিল ওরফে রাজা (৫৫), সাইদুর রহমান ওরফে বাবু (৪২), রিয়াজ (৩৫), সঙ্গীত (৪০), সেন্টু রায় (৪২), সুমন আলী (৪১), নুর হোসেন ওরফে নাইম (২৩), বাবু (৬৫), স্বাধীন ওরফে টিপু (২২), আরিফ (৩০), রনি শেখ (২৪) ও রোজিনা (৩৫)। রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা তারা।

পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে তারা হাসপাতালে আগত রোগী ও রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রামেক থেকে ভাগিয়ে বেসরকারি ক্লিনিক-হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তাদের প্রতারণার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই ১৭ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে রামেক হাসপাতালে সাঁড়াশি অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপকর্মে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নানান কৌশলে হাসপাতালে দীর্ঘদিন ধরেই সক্রিয় দালালচক্র। এই চক্র ভেঙে দিতে মাঝেমধ্যেই অভিযান চালাচ্ছে নগর পুলিশ। জনস্বার্থে এই অভিযান চলবে।

ফেরদৌস সিদ্দিকী/এমএসআর