প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের লাশ
ফাইল ছবি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় প্রেমিকার বাড়ির সামনের সড়কের পাশ থেকে মো. দুদু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার কুমারভোগ এলাকার ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাটের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নিহত দুদু মিয়ার সঙ্গে কুমারভোগ এলাকার এক বিবাহিত নারীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেটিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত দুদু মিয়া শরীয়তপুরের জাজিরা উপজেলার হাজী জয়নুদ্দিন মাদবরকান্দি এলাকার হিরু মিয়ার ছেলে। দুদু মিয়া ট্রলারচালক ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুদু মিয়া পদ্মা নদীতে ট্রলার চালাতেন। নদীর দুই পাড়ের যাত্রীদের আনা-নেওয়া করতেন। এরই সুবাদে কুমারভোগ এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুদু মিয়ার।
মঙ্গলবার ট্রলার চালানোর জন্য বাড়ি থেকে হয়ে দুদু মিয়া রাতে বাড়ি ফেরেননি। বুধবার সকালে কুমারভোগ এলাকার ঢাকা-মাওয়া-শিমুলিয়া ঘাট সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, মরদেহে জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের মরদেহ যে এলাকায় পাওয়া গেছে, সেখানের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। খোঁজখবর নিয়ে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ব.ম শামীম/এএম