নারায়ণগঞ্জের আদমজী-চাষাড়া সড়কে অবৈধ অটোরিকশা চলাচলে পুলিশ বাধা দেওয়ায় চালকরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে তারা সিদ্ধিরগঞ্জের আদমজী-চাষাড়া সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে প্রায় চার কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেন শতাধিক অটোরকিশা চালক। সড়কে আগুন জ্বালিয়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। ফলে বাধ্য হয়ে গার্মেন্টস শ্রমিক, চাকরিজীবী ও শিক্ষার্থীদের হেঁটে নিজ নিজ গন্তব্যে যেতে হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক অটোরিকশা চালক বলেন, আমরা এই অটোরিকশা চালিয়ে আমাদের সংসার চালাচ্ছি। আমাদের সড়কে চলতে না দিলে সংসার চালাব কী করে। আমি এই রোডে ১৩ বছর ধরে অটোরিকশা চালাই। কিস্তিতে টাকা তুলে অটো কিনেছি, কিস্তি দিব কী, আর বাজার করব কী। তারা বলে বিকল্প সড়ক ব্যবহার করতে। কিন্তু বিকল্প সড়কের সংস্কার কাজ চলমান। লেকের পাড়ে রাস্তার কাজ এখনো শেষ হয়নি। সেই রাস্তা গাড়ি চালানোর কোনো ব্যবস্থা নেই। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, আন্দোলনকারী অটোরিকশা চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মূল সড়কে অটো চালাতে হলে সুশৃঙ্খলভাবে চালাতে হবে। বিশৃঙ্খলা করে রাস্তায় যানজটের সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরএআর