প্ল্যান বর্হিভূত ভবন উচ্ছেদে অভিযান চালিয়েছে বরিশাল সিটি করপোরেশন। মঙ্গলবার (৩১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর বগুড়া রোড মুমীতু কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস।

বহুতল ওই ভবনটির জায়গার মালিক শাহিন হোসেন মল্লিক মামুন। আর ভবনটি ডেভেলপারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে।

তিনি জানান, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান হিলভিউ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভবনের ২১ জন ভাড়াটিয়ার স্বাক্ষরসহ ২০২১ সালের ১৮ নভেম্বর সিটি করপোরেশনে প্ল্যান বহির্ভূত ইমারত নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিক।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ২২ নভেম্বর শাহিন হোসেন মল্লিককে নোটিশ প্রদান করা হয়। একই বছরের ১২ ডিসেম্বর প্ল্যান বহির্ভূত সেই অংশ অপসারণের জন্য নোটিশ করা হয়।

তবে সে নোটিশের গুরুত্ব না দেওয়ায় ৫ জানুয়ারি আরও একটি নোটিশ প্রদান করা হয়। কিন্তু তিনি তারপরও দখলকৃত স্থাপনা অপসারন করেননি। এ জন্য মঙ্গলবার মুমীতু কমিউনিটি সেন্টারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি করপোরেশন।

প্রসঙ্গত, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে এই কমিউনিটি সেন্টারের সামনে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা এবং ঘটনার পরপরই কমিউনিটি সেন্টারে সাময়িক অবস্থান নিয়েছিল। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শাহিন হোসেন মল্লিক মামুনকে। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই