সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা। মঙ্গলবার (৩১ মে) পৃথক বিবৃতিতে তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। অন্যথায় সাংবাদিকদের  জন্য কাজের পরিবেশ নষ্ট হবে, যা দেশ ও দেশের বাইরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। 

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. ছা‌দেকুল আ‌রে‌ফিন ব‌লেছেন, সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টায় আমি উদ্বিগ্ন। আমার মধ্যে আশঙ্কার জন্ম দি‌য়ে‌ছে। যারা এই ঘটনার সঙ্গে জ‌ড়িত তা‌দের অন‌তি‌বিল‌ম্বে আই‌নের আওতায় নিয়ে আসা হবে এটা আমার প্রত্যাশা। 

সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিব‌রিয়া ব‌লেন, একজন সাংবাদিককে অপহর‌ণের চেষ্টা করা সাংবাদিক ও সাংবা‌দিকতার জন্য মারাত্মক হুম‌কি। এই ঘটনার পর আমি উদ্বিগ্ন। দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার হবে সেই সংবাদ আমি দেখতে চাই। 

স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টি ব‌রিশা‌লের সভাপ‌তি অধ্যাপক শাহ সা‌জেদা ব‌লেন, ব‌রিশা‌লের সাংবা‌দিক অপহরণ চেষ্টা এটিই প্রথম। একজন গণমাধ্যমকর্মী‌কে প্রকা‌শ্যে অপহরণচেষ্টা যারা ক‌রে‌ছে তা‌দের এবং তা‌দের পেছ‌নে য‌দি কেউ থে‌কে থা‌কে তাদেরও গ্রেপ্তার করা উ‌চিৎ। 

ক‌মিউ‌নি‌টি পু‌লিশিং ফোরাম ব‌রিশাল মহানগরের সভাপ‌তি প্রফেসর স ম ইমানুল হা‌কিম ব‌লেন, মুক্ত সাংবা‌দিকতায় ন্যাক্কারজনক হস্ত‌ক্ষেপ আমা‌দের জন্য উ‌দ্বেগের। আমি চাই প্রশাসন অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবে।

ওদিকে অপহরণচেষ্টার প্রতিবাদে সকালে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক ইউনয়িনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি স্বপন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান বিধান সরকার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শেখ শামীম প্রমুখ। 

মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে অপরাধী গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অপহরণ চেষ্টার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, নিউজ এডিটরস কাউন্সিল, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখা, বাংলা‌দেশ ফ‌টো জার্না‌লিস্ট অ্যাসো‌সি‌য়েশ‌ন, বরিশাল হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।।

সাংবাদিক সংগঠনগুলো মনে করে, অপূর্ব অপুকে অপহরণচেষ্টার এই ন্যাক্কারজনক ঘটনা মুক্ত গণমাধ্যমে খারাপ ন‌জির স্থাপন ক‌রে‌ছে। এরকম ঘটনা সরকার ও দেশের ভাবমূর্তি ব‌হিঃ‌বি‌শ্বে নষ্ট করছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধী গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি হাতে নিবে সংগঠনগুলো।

প্রসঙ্গত, রোববার (২৯ মে) বিকেল সা‌ড়ে ৩টায় ব‌রিশাল নগরীর শীতলা খোলা এলাকার মুমীতু ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রের সাম‌নে থেকে সাংবাদিক অপূর্ব অপুকে আক্রমণ ও অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

সৈয়দ মেহেদী হাসান/আরআই