সাভারে সড়ক দুর্ঘটনায় আহত বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু
সাভারের বলিয়ারপুরে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স) ফারহানা নিপা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান। এর আগে বুধবার (০৮ জুন) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
ফারহানা নিপা (৩৫) সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সাইন্স ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন।
আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর নিপাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় সেফ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরমাণু শক্তি কমিশনের স্টাফ বাসে ধাক্কা দিয়ে গরুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এ সময় পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীসহ পাঁচজন নিহত হন। আহত হন অন্তত ৩৫ জন। গুরুতর আহতদের মধ্যে ৯ জন কর্মকর্তা চিকিৎসাধীন ছিলেন। গতকাল তাদের মধ্যে একজন মারা যান।
মাহিদুল মাহিদ/এসপি