পাটুরিয়ায় ছোট যানের দীর্ঘ সারি
শুক্র ও শনিবারের সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি (রোববার)। টানা তিনদিন ছুটি থাকায় রাজধানী ছাড়ছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ও ব্যবসায়ীরা। গণপরিবহনের পাশাপাশি অনেকে ছোট গাড়ি, বিশেষ করে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে গন্তব্যে ছুটছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অন্যান্য পরিবহনের সঙ্গে ছোট গাড়ির চাপ বেড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে ব্যক্তিগত গাড়ির সারিও। ফলে ৩০ মিনিটের নৌপথ পার হওয়ার জন্য ফেরিতে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
দুপুর দেড়টা পর্যন্ত বাস, ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি মিলে সাতশরও বেশি যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। এরমধ্যে শতাধিক বাস, আড়াইশ পণ্যবোঝাই ট্রাক ও চারশ ব্যক্তিগত ছোট গাড়ি।
সরেজমিনে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে দেখা যায়, ৫ নম্বর ফেরিঘাট থেকে নালী বাজার হয়ে আরসিএল মোড় পর্যন্ত ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘাট এলাকার দুটি টার্মিনালে পণ্যবাহী ট্রাক রয়েছে। এছাড়া পাটুরিয়ার সাত কিলোমিটার আগে উথুলী সংযোগ মোড়ে ঘাটমুখী পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
কুষ্টিয়াগামী বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী মাসুদ সরদার ঢাকা পোস্টকে বলেন, চারঘণ্টা আগে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এসে পৌঁছেছি। প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি যাচ্ছি। তবে ঘাটে যে পরিস্থিতি, তাতে কখন যে ফেরিতে উঠতে পারবো তা বলতে পারছি না।
মাহমুদুল করিম নামের আরেক ব্যক্তি মাইক্রোবাসে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ২ ঘণ্টা পার হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে বিপাকে পড়েছি। ফেরিঘাট এলাকায় তেমন কোনো ভালো হোটেল নেই। এখানে এমন কোনো পরিবেশও নেই যে, বাচ্চারা একটু হাঁটাহাঁটি করবে।
এবিষয়ে জানতে চাইলে পাটুরিয়ার ফেরিঘাটের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিনদিনের ছুটির কারণে পাটুরিয়ায় যানবাহনের বাড়তি চাপ পড়ছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি পার করা হচ্ছে। এ কারণে ফেরিঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। যানবাহনের চাপ কমলে এসব ট্রাক পার করা হবে। যান পারাপারে নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
আরএইচ