খুলনায় মাদক মামলায় মো. আব্দুর রহমান না‌মে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জ‌রিমানা অনাদায়ে, আর ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সাজাপ্রাপ্ত আসা‌মি চর রূপসার বাগমারা এলাকার বা‌সিন্দা আব্দুর লুৎফর শে‌খের ছে‌লে। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

খুলনার অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক তাস‌নিম জোহরা এ রায় ঘোষণা করেন। 

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১১ জানুয়া‌রি রাতে র‌্যাবের এক‌টি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পা‌রে, রূপসা উপজেলার জাবুসা মোড়ের জনৈক আব্দুল গ‌নির দোকানের সামনে নেভি ব্লু রং‌য়ের এক‌টি ব্যাগ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভি‌ত্তিতে তারা সেখানে অ‌ভিযান প‌রিচালনা করে। 

আসা‌মি র‌্যাবের উপ‌স্থি‌তি টের পেয়ে সেখান থেকে পালানো‌ চেষ্টা করে ব্যর্থ হয় সে। পরবর্তীতে ব‌্যাগ তল্লাশি করে ৩২ বোতল ফে‌ন্সি‌ডিল এবং এক বোতল হু‌ইস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র‌্যাব সদস‌্যরা।। 

এ ব্যাপারে ওই‌ দিন রাতেই র‌্যাবের ডিএ‌ডি মো. নুর ই আলম বাদী হয়ে মাদক আ‌ইনের দুই‌টি ধারায় আব্দুর রহমা‌নকে আসা‌মি করে মামলা দায়ের করেন (যার নং ৭)। একই বছরের ৫ ফেব্রুয়া‌রি রূপসা থানার এসআই এমএ ক‌রিম তাকে আসা‌মি ক‌রে আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল করেন। 

মোহাম্মদ মিলন/আরআই