বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসনসচিব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটায় জেলা স্টেডিয়াম মাঠে জনপ্রশাসনসচিব শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে শত বলের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসনসচিব বলেন, ১৭ মার্চ ২০২০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার এবং জেলা প্রশাসনের পক্ষে বছরব্যাপী অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের এই দিনে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানমালার পদযাত্রা শুরু হলো।

টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট আটটি দল― জেলা প্রশাসন, নওগাঁ, জেলা পুলিশ নওগাঁ,  বিচার বিভাগ, বিভিন্ন বিভাগ ও দপ্তরের সমন্বিত দল, নওগাঁ সরকারি ও বিএমসি কলেজ সমন্বিত, জেলা শিক্ষা ও প্রাথমিক বিভাগ নওগাঁ বনাম বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্র।

উদ্বোধনী দিনে জেলা শিক্ষা ও প্রাথমিক  বিভাগ নওগাঁ মুখোমুখি হয় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নওগাঁ উপকেন্দ্র।
নক আউট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ই মার্চ। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টুর্নামেন্টটি সুন্দরভাবে সমাপ্ত করতে চায় আয়োজক নওগাঁ জেলা প্রশাসন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, রাজশাহীর উপমহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহীর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া প্রমুখ।

এ সময় নওগাঁয় কর্মরত জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শামীনূর রহমান/এনএ