মাইক্রোবাসের ধাক্কায় ট্রাকের চাকায় নিভল দুই বন্ধুর প্রাণ
মাইক্রোবাসের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধু নিহত
রংপুরে মাইক্রোবাসের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর ঢাকা-রংপুর মহাসড়কের বারো আউলিয়া ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর পশ্চিম পাড়ার খবিরুল ইসলামের ছেলে শিমুল (২৮) এবং নাজিরদিগর দক্ষিণ পাড়ার শাহাজান মিয়ার ছেলে সোহেল রানা (৩০)। তারা দুই বন্ধু।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান।
ওসি বলেন, দুই বন্ধু মোটরসাইকেলযোগে মিঠাপুকুরে যাচ্ছিলেন। বারো আউলিয়া ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিমুল ও সোহেল প্রাণ হারান। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ওসি আক্তারুজ্জামান প্রধান আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকচালক আনছার আলীকে আটক করা হয়। তার ট্রাকটি জব্দ করা হয়। আনছার আলী মিঠাপুকুরের বৈরাগীগঞ্জের পূর্বচূহড় গ্রামের আহাম্মদ আলীর ছেলে।
ফরহাদুজ্জামান ফারুক/এএম