খুলনা মহানগরীর সিটি বাইপাস সড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা মো. শহিদের ছেলে সাইফুল (৩৫) ও রায়ের মহল পশ্চিমপাড়া এলাকার মোল্লা শরিফুলের ছেলে নাঈম (২৬)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রায়ের মহল এলাকা থেকে সাইফুল ও নাঈম মোটরসাইকেলে খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। অপরদিকে যশোরগামী একটি ট্রাক নির্মাণাধীন কারাগারের অদূরে সিটি বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়।  

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঢাকা পোস্টকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে সিটি বাইপাস সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাইফুল একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করেন। আর নাঈম দিনমজুর। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মোহাম্মদ মিলন/ওএফ