সাতক্ষীরায় ট্রলারডুবি: মিলল আরও একজনের লাশ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাওনিয়াতে ট্রলারডুবির ঘটনায় শফিকুল ইসলাম সানা নামে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চতুর্থ দিনে শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুড়িকাওনিয়া লঞ্চঘাটের পাশে কপোতাক্ষ নদে তার লাশ ভেসে ওঠে।
পরে কোস্টগার্ডের সদস্যরা লাশ উদ্ধার করে। এ নিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হলো।
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম সানা (৪৮) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃত ফজলে সানার ছেলে। এর আগে বৃহস্পতিবার কাপসন্ডা গ্রামের মনজিল সরদারের ছেলে বাবর আলীর লাশ উদ্ধার করা হয়।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু করেন। একপর্যায়ে কুড়িকাওনিয়া লঞ্চঘাটের পাশে কপোতাক্ষ নদে শফিকুল ইসলামের লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন আজিজ নামে আরও একজন শ্রমিক।
বিজ্ঞাপন
এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত সাত সদস্যের কমিটি শনিবার থেকে তদন্ত শুরু করবেন বলে জানা গেছে। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল ৬টার দিকে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাওনিয়া লঞ্চঘাটে আম্পানে ক্ষতিগ্রস্ত ভাঙন পয়েন্টে কাজ করার সময় ১২ জন শ্রমিক নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। বাকিরা উদ্ধার হলেও তিন শ্রমিক নিখোঁজ হন। এরই মধ্যে বাবর আলী ও শফিুলের লাশ উদ্ধার হলেও আব্দুল আজিজ নিখোঁজ রয়েছেন।
আকরামুল ইসলাম/এএম/ওএফ