বন্যায় পর্যুদস্ত সিলেটবাসীর পাশে দাঁড়াতে বরিশালে তহবিল সংগ্রহে নেমেছে কয়েকটি সংগঠন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তহবিল সংগ্রহ করতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। নিজ নিজ সংগঠন নগরীর বিভিন্ন স্থানে মানুষের কাছ থেকে টাকা তোলেন।

সোমবার (২০ জুন) দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সম্মিলিতভাবে তহবিল সংগ্রহ শুরু করে। রোববার (১৯ জুন) থেকে তহবিল সংগ্রহে মাঠে নেমেছে উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন এবং খেলাঘর আসর।

বাসদ বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, তহবিল সংগ্রহের জন্য প্রথম দিন ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম সবার কাছে যাচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সামর্থ্য অনুয়ায়ী সহায়তা করছে। বরিশালে সংগৃহীত তহবিল আমরা সিলেটে বাসদ পরিচালিত আশ্রয়কেন্দ্রে প্রস্তুত করা খাবার সরবরাহে কমিউনিটি কিচেনে পাঠাব।

বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর কুমার বালা বলেন, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন এবং খেলাঘর বরিশালের কর্মীরা মিলে রেড ভলান্টিয়ার্স টিম গঠন করা হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় গিয়ে বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহে কাজ করছি। সংগৃহীত তহবিল সিলেটে বানভাসি মানুষদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, সিলেটের বন্যার খবর সারা দেশের মানুষকে ব্যথিত করেছে। আমরা যখন বিভিন্ন স্কুলে তহবিল সংগ্রহের জন্য যাই, তখন দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে টিফিনের টাকা বন্যাদুর্গতদের জন্য দিয়ে দিচ্ছে। শিশু শিক্ষার্থীদের এই আগ্রহ আমাদের আপ্লুত করে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ