বোয়াল পাঙাশ দুই বাঘাইড় ৯৬ হাজারে বিক্রি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১২ কেজি ওজনের একটি বোয়াল, ১৯ কেজি ওজনের একটি পাঙাশ ও ৩৯ কেজি ওজনের দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার (২০ জুন) ভোররাতে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।
১২ কেজির বোয়াল মাছটি দৌলতদিয়া ব্যাপারী পাড়া এলাকার জেলে সাইদ হালদারের জালে ধরা পড়ে। অন্যদিকে ১৯ কেজির পাঙাশ মাছটি দৌলতদিয়ার ৭ নং ফেরি ঘাট এলাকার এরশাদ মণ্ডল হালদারের জালে ধরা পড়েছে।
বিজ্ঞাপন
৫ নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ১২ কেজির বোয়াল মাছটি সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামে উঠলে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় কিনে নিই। মাছটি বিক্রির জন্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।
বিজ্ঞাপন
এ ছাড়া ১৯ কেজির পাঙাশ মাছটি সকালে দুলাল মণ্ডলের আড়ত থেকে ১৩৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৬৫০ টাকায় কিনে নিই। পরে পাঙাশ মাছটি ১৪৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
অপরদিকে দৌলতদিয়া বাহিরচর এলাকায় রোববার মধ্যরাতে ৩৯ কেজি ওজনের দুটি বাগাইড় মাছ ধরা পড়েছে।
৫ নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহাজাহন শেখ বলেন, সকালে আমি খবর পাই পদ্মায় বড় সাইজের দুটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়া আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত দরদাতা হিসেবে প্রতি কেজি ১১০০ টাকা দরে মোট ৪২ হাজার ৯০০ টাকা দিয়ে বাঘাইড় মাছ দুটি কিনে নিই।
পরে মাছ দুটি আমার আড়ত ঘরে এনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ১২০০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার প্রতি কেজিতে ১০০ টাকা করে লাভ হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় সাইজের বিভিন্ন মাছ ধরা পড়ছে।
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। বর্তমানে পদ্মার পানি বাড়ায় বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মায় যেসব মাছ জেলের জালে ধরা পড়ে সাধারণত সে মাছগুলো নরম ও শেওলা প্রকৃতির হয়। খেতেও অনেক সুস্বাদু।
মীর সামসুজ্জামান/আরআই