সার্ভেয়ার আতিকুর রহমান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন।

তিনি জানান, এখন পর্যন্ত মামলা রুজু হয়নি। তবে জেলা প্রশাসন একটি অভিযোগ দায়ের করেছে। সরকারি কর্মচারী বিধি মতে সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এর অনুলিপি পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী দুদকই এ ঘটনায় মামলা করবে।

অন্যদিকে আতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, থানায় ফৌজদারি মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এতো টাকা পেলেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছেন- সব বিষয়ে উৎঘাটন করতে তদন্ত শুরু হয়েছে। 

এর আগে শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগভর্তি ২৩ লাখ টাকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান ধরা পড়েন। বিমানবন্দর থেকেই তাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। রাতে তাকে কক্সবাজার মডেল থানায় সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন।

সাইদুল ফরহাদ/আরএআর