ছাঁটাই আতঙ্কে রেলের আউটসোর্সিং কর্মীদের লাইন অবরোধ
ছাঁটাই না করার দাবিতে রেলওয়ে আউটসোর্সিং কর্মীরা টঙ্গী রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টঙ্গী স্টেশনে এই অবরোধ কর্মসূচি করেন তারা।
পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা-জয়দেবপুর রুটে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
আটকে পড়া ট্রেনগুলো হলো ঢাকাগামী ঢাকা কমিউটার জয়দেবপুর, ঢাকাগামী ব্রহ্মপুত্র জয়দেবপুর, জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস টঙ্গী, বিবাড়িয়াগামি তিতাস বিমানবন্দর আউটার, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস বিমানবন্দর, তারাকান্দিগামী অগ্নিবীণা তেজগাঁও, পঞ্চগড়গামী একতা ক্যান্টনমেন্ট, জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর, ঢাকাগামী হাওড় মশাখালী থ্রু পাস, ঢাকাগামী সুবর্ণ পুবাইল, ঢাকাগামী ভাওয়াল ধীরাশ্রম, ঢাকাগামী বনলতা ধীরাশ্রম আউটার।
বিজ্ঞাপন
পরে দুপুর ১২টা ৪০ মিনিটে টঙ্গীতে শ্রমিকরা অবরোধ তুলে নিলে থেকে জামালপুর কমিউটার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে গাজীপুর সদর ধীরাশ্রম এলাকায়ও অবরোধ করেন শ্রমিকরা।
শিহাব খান/এনএ