রাজকে বিক্রি করে মেয়ের বিয়ের পণ শোধ করবেন আসমা
স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে অভাবের সংসার আসমার। অভাব দূর করতে হাঁস-মুরগির পাশাপাশি গরু লালনপালন শুরু করেন। এদিকে মেয়ে বড় হলে যৌতুকের শর্তে তাকে বিয়ে দেন। কিন্তু যৌতুক দিতে দেরি হওয়ায় মেয়ের ওপর ক্ষণে ক্ষণে নেমে আসে মানসিক নির্যাতন। তাই সিদ্ধান্ত নেন, যত্নে লালন করা গরু ‘রাজ’কে বিক্রি করে মেয়ের শ্বশুরপক্ষকে শোধ করবেন সেই পণ।
আসছে কোরবানিতে নিজ এলাকায় বড় গরুর চাহিদা নেই। কাঙ্ক্ষিত দামও বলে না কেউ। শেষমেশ নিজেই ঢাকার গাবতলীর হাটে গরুটিকে নিয়ে যান আসমা। এবার কাঙ্ক্ষিত দাম পেলে গরু বিক্রির টাকা দিয়ে মেয়ের বিয়ের পণ পরিশোধ করবেন বলে জানিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের মৃত আমিরুল ইসলামের স্ত্রী আসমা।
বিজ্ঞাপন
আসমা খাতুন জানান, ১৭ থেকে ১৮ বছর আগে তার স্বামী মারা যান। তখন তাদের নাজমা খাতুন নামে একটি মেয়েসন্তান ছিল। স্বামীর মৃত্যুর পর সংসারে অভাব-অনটন শুরু হয়। পরে নাজমা উপযুক্ত হলে বিয়ে দেন এলাকায়। বিয়েতে শর্ত ছিল জামাইকে পণ দিতে হবে। এত দিন পণ দিতে না পারায় মাঝেমধ্যে নাজমাকে শ্বশুরবাড়ির বঞ্চনা-গঞ্জনা সহ্য করতে হয়েছে। শেষে শ্বশুরবাড়ির লোকজন চাপাচাপি করলে আসমা গরু বিক্রি করে পণ দিতে প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, বছর তিনেক আগে স্থানীয় এক এনজিও থেকে ঋণ নিয়ে একটি বাছুর গরু কেনেন। পরে এর নাম রেখেছেন ‘রাজ’। প্রাকৃতিক উপায়ে গরুটিকে তিনি বড় করে তুলেছেন। খাইয়েছেন গমের ভুসি, ছোলা, কাঁচা ঘাস ও ভুট্টা। কিন্তু স্থানীয় ব্যাপারীরা প্রায় ৪০ মণ ওজনের রাজের দাম কম বলায় তিনি গাবতলীর হাটে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিজ্ঞাপন
গত শনিবার (২ জুলাই) বিকেলে তিনি গরু নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে (৫ জুলাই) মঙ্গলবার সকালে হাটে পৌঁছান। সেখানে নিয়ে আসমা গরুটির দাম হাঁকেন ১৫ লাখ টাকা। অনেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। তবে চাহিদা মোতাবেক দাম পেলেই তিনি রাজকে বিক্রি করবেন।
এ বিষয়ে জানার জন্য ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইদ্রিস আলীর সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। তিনি বলেন, আসমার মেয়ে নাজমা খাতুনের স্বামী মনিরুল ইসলামকে আমরা চিনি। তার মেয়ের বিয়েতে পণ দেওয়ার কথা হয়েছে কি না জানি না। তবে আমাদের এলাকায় যৌতুকের প্রবণতা নেই। আসমা যা বলেছেন, তা ক্ষতিয়ে দেখা হবে।
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা ঢাকা পোস্টকে বলেন, আমাদের এলাকায় মেয়ের বিয়েতে পণ দেওয়া-নেওয়ার বিষয়টি অনেক আগে ছিল, এখন আর নেই। আসমা ঢাকার গাবতলীতে একটি বড় গরু বিক্রি করতে গিয়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মেয়ের বিয়ের কথা বলছেন কি না, তার খবর নেওয়া হবে।
আকতারুজ্জামান/এনএ