এক দিন পরই বন্ধ হয়ে গেল ক্যাটল স্পেশাল ট্রেন
চালুর একদিন পরই ক্যাটল স্পেশাল ট্রেনে কোরবানিযোগ্য গরু-ছাগল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাটল ট্রেনে কোরবানিযোগ্য পশু বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করে দিয়েছে রেল বিভাগ।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, গতকাল বুধবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ -রাজশাহী-ঢাকা রুটে স্বল্প ভাড়ায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে কোনো গরু-ছাগল বুকিং না হওয়ায় ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রেন বন্ধের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।
শহিদুল আলম আরও বলেন, ক্যাটল ট্রেনের নিয়ম অনুযায়ী কোরবানিযোগ্য গরু-ছাগল পাঠাতে হলে ২৪ ঘণ্টা আগেই বুকিং দিতে হবে। কিন্তু আজকের (বৃহস্পতিবার) জন্য কোনো গরু-ছাগল বুকিং হয়নি। এরই প্রেক্ষিতে ট্রেনটি বন্ধ করা হয়। ফলে সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ক্যাটল ট্রেন আসার কথা থাকলেও তা আসেনি। তবে বুকিং না হওয়ার কারণ জানতে চাইলে এর কোনো নির্দিষ্ট কারণ জানেন না বলে জানান তিনি।
বিজ্ঞাপন
গত বছরের ন্যায় এবারও কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চালু হয় ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ১৮টি গরু নিয়ে ট্রেনটি রাজধানীর ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। আগামী শুক্রবার (৮ জুলাই) পর্যন্ত এই বিশেষ ট্রেনটি চলার কথা ছিল।
প্রথম দিনে একটি ওয়াগনে ১৮টি গরু ও ৪টি ছাগল নিয়ে যাত্রা শুরু করে ক্যাটল ট্রেনটি। সবগুলো গরুর মালিক সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শামীম আলী।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেনে প্রতিটি গরু পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ টাকা। প্রতিটি ওয়াগনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা।
প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। তিন দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানিযোগ্য পশু পরিবহন করা হয় ৭৭টি। তা থেকে আয় হয় ৪৫ হাজার ৫৮৪ টাকা। তবে আয় নয়, মূলত খামারিদের ভোগান্তি ও ব্যয় কমাতে সরকার এই সেবা চালু করেছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। উদ্বোধনের দিনে ৭৭টি গরু পরিবহন করলেও পরের দুই দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো গরু পরিবহন হয়নি ট্রেনটিতে।
রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ক্যাটল স্পেশাল ট্রেনটি বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ছেড়ে কাঁকনহাট, রাজশাহী স্টেশন হয়ে চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) জয়দেবপুর, টঙ্গী হয়ে রাতে তেজগাঁও পৌঁছায়।
জাহাঙ্গীর আলম/আরএআর