টাঙ্গাই‌লে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়েছেন আ‌রও অন্তত একজন। 

শুক্রবার (৮ জুলাই) সকাল ৮টার দি‌কে মির্জাপুরের জামুর্কিতে মোটরসাই‌কেল ও অজ্ঞাত প‌রিবহ‌নের সংঘ‌র্ষে দুইজন এবং সকাল সা‌ড়ে ৮টার দি‌কে জেলার ঘাটাই‌লের কদমতলী এলাকায় সিএন‌জি ও ট্রা‌কের সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়েছেন।

নিহতদের মধ্যে দুইজনের প‌রিচয় পাওয়া গে‌ছে। তারা হ‌লেন না‌টো‌র জেলার হা‌ফিজুর (৩৫) ও তার চাচা‌তো ভাই আ‌রিফুল ইসলাম (৩৬)।

গোড়াই হাইও‌য়ে পু‌লিশের উপপ‌রিদর্শক (এসআই) বেল্লাল হো‌সেন জানান, তারা দুই ভাই ঈ‌দে মোটরসাই‌কেলে করে বা‌ড়ি ফির‌ছিলেন। এ সময় তা‌দের মোটরসাই‌কেল‌টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের জামু‌র্কি এলাকায় পৌঁছা‌লে পেছ‌ন দিক থে‌কে অজ্ঞাত একটি প‌রিবহ‌ন ধাক্কা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই হা‌ফিজু‌রের মৃত্যু হয়। এ সময় আহত অস্থায় আ‌রিফুল‌কে হাসপাতা‌লে নেওয়ার পর তিনিও মারা যান। 

ঘাটাই‌ল থানার উপপ‌রিদর্শক (এসআই) বলেন, কদমতলী‌তে সিএন‌জি ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আ‌রেও একজন। ত‌বে তার অবস্থা গুরুত্বর। এখ‌নো হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 

অভিজিৎ ঘোষ/আরআই