লক্ষ্মীপুরে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এসটি খিজির-৮ নামে একটি ছোট লঞ্চকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এ জরিমানা করেন।

স্থানীয় সূত্র জানায়, লঞ্চটির বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুরের সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যাত্রী পর্যাপ্ত না হওয়ায় ছেড়ে যায়নি। একপর্যায়ে লঞ্চটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চটি ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। লঞ্চটির ধারণক্ষমতা ২০০ জন। এর বেশি যাত্রী নেওয়ায় লঞ্চের মাস্টারকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ২০০ যাত্রী নিয়েই লঞ্চটি ভোলার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে একই ঘাটে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিমাণে কম হওয়ায় যাত্রী পরিবহনে অনীহা প্রকাশ করে ঘাটে নোঙর করা লঞ্চ এসটি খিজির-৪। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়ের নির্দেশে লঞ্চটি যাত্রী পরিবহন করতে বাধ্য হয়। এছাড়া যাত্রী কম থাকায় ৮৫০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন আটলান্টিক ক্রুজসহ দুটি লঞ্চকে ঘাটে অবস্থান করতে দেখা যায়।

সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় বলেন, নদীপথ ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত যাত্রী পরিবহনও নিষিদ্ধ। খিজির-৮ লঞ্চটি অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। এজন্য তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হাসান মাহমুদ শাকিল/এসএসএইচ