রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ফাইল ছবি
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর হযরত শাহমখদুম রূপোস (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই ঈদ জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া শাহমখদুম (রহ.) মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শাহাদত আলী।
তার সহকারী হিসেবে থাকবেন নগরীর হেতেমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী ও হযরত শাহমখদুম (রহ.) দরগা জামে মসজিদের ইমাম মো. মুহিবুল্লাহ।
বিজ্ঞাপন
তবে বৈরি আবহাওয়া থাকলে ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (রহ.) দরগা জামে মসজিদে। সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও সময় অপরিবর্তিত থাকবে। অধ্যক্ষ মুফতি শাহাদত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে নগরীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে টিকাপাড়া ঈদগাহ ময়দানে। সেখানেও সকাল ৮টায় ঈদের জামাত হবে। একই সময়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী নগরীর অর্ধশত এবং জেলার ৯ উপজেলায় প্রায় সাড়ে ৩০০ ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাত আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিয়েছে ঈদগাহ কমিটিগুলো।
অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও ঈদ জামাত ঘিরে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে বিভিন্ন বিধিনিষেধও আরোপ করেছে নগর পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/এসএসএইচ