১০০ পরিবারকে মাংস উপহার দিল তৃষিতপুর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গরু জবাই করে ১০০ দুস্থ ও অতিদরিদ্র অসহায় পরিবারের মধ্যে মাংস বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তৃষিতপুর’।
শনিবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া পৌর শহরের আশ্ শাফা ইসলামি কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ মাংস বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম উপস্থিত ছিলেন। তিনি তৃষিতপুর সংগঠনের সদস্যদের সঙ্গে উপস্থিত থেকে অসহায় লোকজনের হাতে এ মাংস তুলে দেন।
এদিকে ঈদের আগের দিন বিনামূল্যে গরুর মাংস পেয়ে খুবই খুশি সুবিধাবঞ্চিত এসব মানুষ।
বিজ্ঞাপন
মাংস নিতে আসা এক বৃদ্ধ বলেন, আমরা গরিব মানুষ। ঠিকমতো সংসারের ভরণপোষণই করতে পারি না। কোরবানি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। তাই কোরবানি ঈদে মানুষের কাছ থেকে হাত পেতে মাংস নিতে হয়। কিন্তু তৃষিতপুরের লোকজন আমাদের বাড়ি থেকে ডেকে এনে ঈদের আগের দিন মাংস দিয়েছে। এতে আমরা খুব খুশি হয়েছি।
তৃষিতপুর সংগঠনের কর্মী আরিফ আহমেদ রিয়াদ বলেন, মানবতার কল্যাণের লক্ষ্যে ২০১৯ সালে একদল তরুণ-তরুণী মিলে সংগঠনটি গড়ে তোলা হয়। এরপর থেকে রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে ইফতার ও প্রতি কোরবানির ঈদে এলাকার দুস্থ ও অতিদরিদ্র লোকজনের মধ্যে মাংস বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় এ বছরও আমরা ১০০ পরিবারের মধ্যে ৬০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় জবাই করে মাংস বিতরণ করেছি। অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।
মো. জিয়াউর রহমান/এনএ