বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
৪০তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ১৭ জন ক্যাডারকে সংবর্ধনা দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন)। একই সঙ্গে ২০২০-২০২১ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে নবীন বরণ ও সংবর্ধনার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটোসহ আরও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঠাকুরগাঁও এর সভাপতি তারেক রায়হান।
অনুষ্ঠানে ৪০তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ১৭ জন ক্যাডার ও ২০২০-২০২১ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীরা ও ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, প্রতিবছর এমন একটি আয়োজন অব্যাহত রাখতে হবে। এ আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম মানসম্মতভাবে পড়াশোনা করে দেশের ভালো জায়গাগুলোতে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবে। আর এমন ব্যক্তিক্রমী অনুষ্ঠান পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করবে বলে আশাবাদী তারা। সংগঠনটির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট।
এম এ সামাদ/এমএএস