মধুখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ শরীফ

ফরিদপুরে নারী নির্যাতন ও অপহরণ মামলায় মধুখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ শরীফকে (২১) গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে গতকাল (১১ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলেই আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ শরীফ মধুখালী পৌরসভার গোন্ধারদিয়া (রেল গেট) এলাকার দিলু শরীফের ছেলে। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুন দুপুরে এক স্কুলছাত্রী (১৬) মধুখালী বাজার এলাকায় প্রাইভেট পড়তে যায়। বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে আব্দুল্লাহ শরীফ জোর করে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর থেকে আব্দুল্লাহ ও ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে গত ৯ জুন মধুখালী থানায় নারী নির্যাতন ও অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামি ওই কিশোরীকে নিয়ে পলাতক ছিলেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও নারী নির্যাতনের মামলা করেন। 

তিনি বলেন, মামলা হওয়ার পর থেকে পুলিশ আব্দুল্লাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধারের চেষ্টা করে আসছিল। কিন্তু এলাকায় না থাকায় আব্দুল্লাহকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল (১১ জুলাই) দুপুরে আব্দুল্লাহ এলাকায় ঢোকামাত্রই গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহ শরীফকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কিশোরীটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে আব্দুল্লাহকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাডিজস্টেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইনজামামুল আলম বলেন, সংগঠনের কোনো সদস্যের ব্যক্তিগত দোষ সংগঠন মেনে নেবে না। এ ব্যাপারে দলীয় গঠণতন্ত্র অনুযায়ী আব্দুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

জহির হোসেন/আরআই