রাজবাড়ীর সবথেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম ‌‌‌‘রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন’ এর আয়োজনে রাজবাড়ী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুলাই) বিকেলে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান।

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মো. রেজাউল ইসলাম, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী হেল্পলাইনের সাধারণ সম্পাদক আফরোজা বানু মিথুন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন ডা. সুমন হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থা এনএসআই জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমুখ। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ডা. নিষাদ আলমগীর এবং মো. সোহেল মিয়া

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান বলেন, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের বয়স মাত্র দুই বছর। এই দুই বছরে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন অনেকদূর এগিয়েছে। তারা মাঠ পর্যায় থেকে অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে। করোনাকালে মানুষের ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে। তাদের এমন মানবিক কাজ দেখে ব্যক্তিগতভাবে আমাকে খুব ভালো লাগে। 

আমি নিজেও এটির সঙ্গে জড়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করি। পরে ফেসবুকের মাধ্যমে আমি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের কার্যক্রম দেখে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যুক্ত হই।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে রাজবাড়ী জেলার মানুষ হিসেবে গর্ব বোধ করি। রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আশা করি আগামী দিনেও তারা মানুষের পাশে দাঁড়াবে। এতে কম সময়ে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এই এলাকার মানুষের জন্য যা করেছে তা অসাধারণ। এই ফাউন্ডেশনের প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছেন সব সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।

প্রসঙ্গত, কবি নাসের মাহমুদ সাহিত্য পুরস্কার ছাড়াও সুফিয়া রহমান শিক্ষা বৃত্তি ও জেলা বিভিন্ন সামাজিক শিক্ষামূলক ১০টি সংগঠনের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় রাজদর্পণ নামে একটির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের কাজের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নকে নিয়ে পুথিপাঠ করেন অ্যাথেন্স শাওন। 

মীর সামসুজ্জামান/আরআই