তিনজনকে পিষে মারা সেই ট্রাকচালক ২ দিনের রিমান্ডে
ময়মনসিংহের ত্রিশালে বাবা-মাসহ এক সন্তানের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ ওরফে সিপনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ সিকান্দার আলী। তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিজ্ঞ বিচারক শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও আহসান উল্লাহ আনার।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বেলা পৌনে ৩টার দিকে ত্রিশালের কোর্টভবন এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান অন্তঃসত্ত্বা রত্না আক্তার (৩২), তার স্বামী জাহাঙ্গীর আলম (৪০) এবং তাদের ছয় বছরের মেয়ে সানজিদা। ওই সময় অলৌকিকভাবে মা রত্নার গর্ভ ফেটে ভূমিষ্ঠ হয় ফুটফুটে এক নবজাতক।
মর্মান্তিক ও আলোচিত এ ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের বাবা বাদী হয়ে ১৭ জুলাই ময়মনসিংহের ত্রিশাল থানায় সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় একটি মামলা করেন।
পরে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ অভিযান চালিয়ে গত ১৭ জুলাই রাতে ঢাকার সাভার এলাকা থেকে ঘাতক ট্রাকচালক মো. রাজু আহমেদ ওরফে সিপনকে (৪২) গ্রেপ্তার করে। রাজু রাজশাহীর বাঘা উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে।
উবায়দুল হক/আরআই