রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ২০
রংপুর সদরের পাগলাপীরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে সদর উপজেলার পাগলাপীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাপীর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এর আগে খাদে পড়ার সময়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে চাপা দেয় বাসটি।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হেলাল মিয়া (৩২) নিহন হন এবং তার বড় ভাই বেলাল মিয়া গুরতর আহত হন। এ ঘটনায় জিয়াউর রহমান (৩৮) নামে আরও এক বাস যাত্রী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহত হেলাল মিয়া (৩২) তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুটি এলাকার সর্দারপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে। নিহত অপর বাসযাত্রী জিয়াউর রহমান (৩৮) একই উপজেলার সত তাহিরি পাড়ার বাসিন্দা।
দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদ মোর্শেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে বাসের যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিমু-শাহেদ পরিবহনের গাড়িটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া পলাতক বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই