কুমিল্লায় হেলিকপ্টারে চড়ে বরযাত্রী নিয়ে বিয়ে করেছেন সাইফুল ইসলাম নামের এক ডিশ ব্যবসায়ী। শনিবার (২৩ জুলাই) কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

বর সাইফুল ইসলাম চান্দেরচর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় চান্দেরচর বাজারে ডিশের ব্যবসা করেন। পাশাপাশি কসমেটিকস ও হার্ডওয়্যারের ব্যবসাও আছে তার।

পার্শ্ববর্তী ঘাগুটিয়া ইউনিয়নের দড়িরচর গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে শনিবার দুপুরে বিয়ে হয় সাইফুলের। এ সময় বরের সাজে হেলিকপ্টারে করে কনের বাড়িতে যান সাইফুল। পরে বিয়ে সম্পন্ন হলে নতুন বউ নিয়ে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে ফেরেন।

শনিবার দুপুরে কনের বাড়ি দড়িরচর ঈদগাহ মাঠে হেলিকপ্টারে করে আসা বর এবং বরযাত্রী দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বর সাইফুল ইসলামের বাবা আমিরুল ইসলাম। তিনি বলেন, সাইফুল ছাড়াও আমার আরও তিন ছেলে আছে। সাইফুল তৃতীয়। আমার বড় দুই ছেলে আগেই বিয়ে করেছে। আমার খুব ইচ্ছা ছিল আমার যেকোনো একটি ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে। সেজো ছেলে সাইফুল আমার সে আশা পূরণ করেছে। আমি খুব খুশি।

আইএসএইচ