রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। রোববার (২৪ জুলাই) দুপুরের দিকে তিনি আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার, সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার ও সিআরটির কার্যক্রম পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১১টার দিকে আরএমপি সদরদপ্তরে পোঁছান পিটার হাস। তাকে ফুলেল শুভেচ্ছা জানান আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।

পরে রাষ্ট্রদূতকে নিয়ে কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত পিটার হাস ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত নারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

পরে পুলিশ সদরদপ্তর কনফারেন্স রুমে আরএমপির ডকুমেন্টারিতে সাইবার ক্রাইম ইউনিট, হ্যালো আরএমপি অ্যাপ, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাংয়ের ডিজিটাল ডাটাবেজ এবং সিআরটিসহ আরএমপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। 

এরপর আরএমপি পুলিশ লাইন্‌স-এ আরএমপির ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং বোম ডিস্পোজাল টিমের বিভিন্ন কার্যক্রম ও উপকরণ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার পরিদর্শন করেন।

প্রসঙ্গত, জঙ্গীবাদ দমনসহ সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করেছে আরএমপি। বিশেষ টিম সোয়াটের আদলে ৩৩ জন সদস্য নিয়ে এই টিম গড়ে তোলা হয়েছে। যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাহসিকতা নিয়ে অভিযান পরিচালনা ছাড়াও জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার জন্য মাঠে কাজ করে আসছে সিআরটি। ইতোমধ্যে আরএমপি সিআরটি আমেরিকান দূতাবাসের তত্বাবধানে জর্ডান থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে।

এ ছাড়া ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেপ্তার ও সাইবার অপরাধ দমন এবং ডিজিটাল মামলাসহ অন্যান্য মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করতে আরএমপিতে সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়েছে।

রাজশাহী নগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার গঠন করে রাজশাহী নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও সিআরটি সদস্যদের দক্ষ করতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অ্যান্টি-টেররিজম অ্যাসিস্ট্যান্স (এটিএ)।

ফেরদৌস সিদ্দিকী/আরআই