৮ বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। রোববার (২৪ জুলাই) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদি ২৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটির সভাপতি হয়েছেন রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। কমিটিতে সহ-সভাপতি ২০ জন ও যুগ্ম-সাধারণ সম্পাদক ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ৬ জন পদ পেয়েছেন। এছাড়াও বরগুনা ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী তিনজনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে।
বিজ্ঞাপন
এ দিকে ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে বরগুনা শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে পদ বঞ্চিত কর্মীরা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, বিশৃঙ্খলা এড়াতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের একাধিক টিম টহলে আছে।
বিজ্ঞাপন
এর আগে ২০১৪ সালে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছর জুবায়ের আদনান অনিককে সভাপতি ও তানভীর হোসাইনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এর দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর আজ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র।
খান নাঈম/আইএসএইচ