কমিটি গঠন নিয়ে বগুড়ায় কলেজ অধ্যক্ষকে মারধর
অধ্যক্ষ রুস্তম আলী
বগুড়ার গাবতলী উপজেলায় পথ আটকে স্থানীয় লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুস্তম আলীকে (৫০) মারপিটের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ জুলাই) উপজেলার নামা দাঁড়াইল নামক স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই অধ্যক্ষ থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম নজরুল ইসলাম। তিনি গাবতলী মডেল থানায় গরু চুরির মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন।
বিজ্ঞাপন
অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে অধ্যক্ষকে মারপিট করা হয়। মারপিটের শিকার রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সোমবার সকালে তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশে রওনা হন।
এ সময় নামা দাঁড়াইল নামক স্থানে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করে স্থানীয় কিছু ব্যক্তি। পরে তারা ওই শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে মারপিট করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে অধ্যক্ষ রুস্তম আলী জানান, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাকে ঘিরে নিয়ে মারপিট করেন। কলেজের পরিচালনা পর্ষদ কেন গঠন করা হচ্ছে না, এ প্রশ্ন করেই তাকে মারপিট করা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত নজরুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যক্ষকে মারপিটের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএ